হাটহাজারীতে অবৈধভাবে পাচারের সময় সেগুন গোলকাঠ বোঝাই মিনি ট্রাক জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। গত শনিবার দিবাগত রাতে হাটহাজারী –ফটিকছড়ি মহাসড়কে রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে ও স্টেশন কমকর্তা মো. রাজিব উদ্দিন ইব্রাহিমের সহযোগিতায় অবৈধভাবে পাচারের সময় আনুমানিক ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪লক্ষ টাকা।
হাটহাজারী স্টেশন কর্মকর্তা রাজিব উদ্দীন ইব্রাহিম জানান, ফটিকছড়ি উপজেলার গহিরা–ফটিকছড়ি সড়কের নানুপুর নামক এলাকা থেকে বনজদ্রব্য বোঝাই মিনি ট্রাক হাটহাজারী সীমানায় আসার পর তল্লাশি করে কোন বৈধ কাগজপত্র ও চলাচল পাস না পাওয়ায় সেগুন গোলকাঠ বোঝাই গাড়িটি জব্দ করা হয়। গাড়ির চালক ও হেল্পার দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল হাটহাজারী রেঞ্জ হেফাজতে রাখা হয় এবং এ ব্যাপারে মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।