রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ফুড প্যাকেজ বিতরণ

মীরসরাইতে বন্যার্তদের মাঝে

| বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আওতাধীন মিরসরাই উপজেলায় ১০০০ পরিবারের মাঝে এক সপ্তাহের ফুড প্যাকেজ বিতরণ করা হয়ছে। গত শনিবার উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ধুম ইউনিয়নের ৪নং ওয়াডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে গ্রামীণফোনের সহযোগিতায় মিরসরাই উপজেলায় প্রথম ধাপে ৬০০ পরিবারের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয় এবং ০৯ সেপ্টেম্বর ৫নং এবং ৭নং ওয়ার্ডের ২য় ধাপে আরো ৪০০ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টে চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন রুমেল, আলাউদ্দিন পাটোয়ারী, কৃষ্ণ দাশ,

রফিকুল কাদের, অভিষেক চৌধুরী, অনন্ত সাহা, সিরাজুল করিম হিরু ও যুব সেচ্ছাসেবকবৃন্দ। আগামী সপ্তাহে ফটিকছড়িতে আরো ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাপাকে জোর করে নির্বাচনে নেয় আওয়ামী লীগ : জিএম কাদের
পরবর্তী নিবন্ধ‘নতুন বাংলাদেশ গড়তে মানসম্পন্ন শিক্ষা গ্রহণের বিকল্প নেই’