পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্পোর্টস ফোরাম (পিএসএফ) এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১৪ মার্চ সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. মো. ফশিউল আলম, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন মোহাম্মদ ইউনুস, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্ট সিটি স্পোর্টস ফোরামের সমন্বয়কারী ইকবাল হোসেন। এবারের প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, দাবা, লুডু, ক্যারাম ও টেবিল টেনিস ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবল দলের স্কোয়াড ঘোষণা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের পাওয়ার হিটিং কোচ অ্যালবি মরকেল