বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে কৃষকদলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ এম সাইফুদ্দিনের সভাপতিত্বে দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মঈনুল হক চৌধুরী পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান। বক্তব্য রাখেন শফিকুল ইসলাম রাহি, মঞ্জুর আহমেদ, মো. ইব্রাহিম, এমদাদ হোসেন আনসারী, নোমান ফারুকী, আমিনুর রহমান, মো. জামাল, ছিদ্দিক আজাদ, আবদুল করিম সানবী, আনিস সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কৃষি সমস্যার সমাধান ছাড়া জাতীয় সমস্যা সমাধান হবে না। জিয়াউর রহমানের মতো কৃষক দরদী আর কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নেই। তার পরেই খালেদা জিয়া কৃষকদেরকে ভালোবাসেন। কিন্তু বর্তমান সরকারের দিকে তাকালে তা ভিন্ন। কৃষকদের কোনো ব্যবস্থাই সরকার করেনি। এরপরও ফসল হারা কৃষকরা অনবরত কাজ করে যাচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেই কৃষকদের সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী কৃষক দল। এই কৃষক দলের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র ও সমৃদ্ধির স্বপ্ন দেখি। বক্তারা ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












