চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এপ্লাইড বিহ্যাবিয়ার এনালাইসিস বিষয়ক ওয়ার্কশপ

| মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে ‘এপ্লাইড বিহ্যাবিয়ার এনালাইসিস’ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অটিজম ও অন্যান্য স্নায়ু রোগে আক্রান্ত শিশুদের জন্য অনুষ্ঠিত ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে নানা আলোচনা করা হয়। অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে জুমের মাধ্যমে যুক্ত হন কানাডার নিউ ব্রাউন্স প্রদেশের রিয়েল ওয়ার্ল্ড এ বি এ সংস্থার বিশেষজ্ঞ আলিসা হাসান ও তার সহযোগী ডা. ফারজানা সোহেল। অনুষ্ঠানে শিশু বিকাশ কেন্দ্রের চিকিৎসকবৃন্দ, সাইকোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট ও অকুপেশনাল থেরাপিস্টবৃন্দ উপস্থিত ছিলেন। এবিএ’র উপর এ ধরনের ওয়ার্কশপ এই প্রথম। এর মাধ্যমে অটিস্টিক শিশুর জীবনযাত্রার মান আরো উন্নততর করা যাবে এবং শিশুকে প্রায় স্বাভাবিকতায় ফিরিয়ে আনা সম্ভবপর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ ওয়ানডের আগে হঠাৎ অসুস্থ তাসকিন
পরবর্তী নিবন্ধসেন্ট প্ল্যাসিডস্‌ স্কুলে ওপিএ আনন্দ মেলা