এই দিনে

| বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৬:১৮ পূর্বাহ্ণ

১৫১৪ ফ্লেমিশ শারীরবিদ আন্দ্রিয়াস ভিসালিয়াসের জন্ম।
১৬০০ ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।
১৬৬৮ চিকিৎসক ও অধ্যাপক হেরমান বোরহাভে-এর জন্ম।
১৭৩৮ ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস-এর জন্ম।
১৮০২ পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।
১৮৩০ মিশরের শাসনকর্তা ইসমাইল পাশার জন্ম।
১৮৩১ কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৮৩৮ ফরাসি স্থপতি অ্যামে জুল দালু-র জন্ম।
১৮৬৫ সুইডিশ লেখিকা ও সমাজসেবিকা ফ্রেডিরিকা ব্রেসার-এর মৃত্যু।
১৮৬৯ ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আঁরি মাতিস-এর জন্ম।
১৮৭৭ ফরাসি চিত্রশিল্পী গুস্তাভ্‌ কুরব্যে-র মৃত্যু।
১৮৮৮ বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ণ্ডয়ার জন্ম।
১৯১১ চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী ডা. মোহাম্মদ ইব্রাহিমের জন্ম।
১৯১৬ রাশিয়ার যাজক রাসপুতিন নিহত হন।
১৯১৮ শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক-এর জন্ম।
১৯২৫ রুমানিয়ার রাজা দ্বিতয়ি ক্যারোল পুত্রের সপক্ষে সিংহাসন ত্যাগ করেন।
১৯২৯ জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।
১৯৩৬ স্পেনীয় কবি দার্শনিক ও লেখক মিগেল দে উনোমুনো-এর মৃত্যু।
১৯৪২ স্তালিগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।
১৯৫২ স্বাধীনতা সংগ্রামী ও তবলিগ নেতা কিফায়েতুল্লাহ মুফতি-র মৃত্যু।
১৯৮৮ পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯০ বাংলাদেশের অবিস্মরণীয় কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহ-এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধদেশের পরিবহন ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা দরকার
পরবর্তী নিবন্ধডা. মোহাম্মদ ইব্রাহিম : জনকল্যাণে নিবেদিত মনীষা