এই দিনে

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

১৬৪২ কানাডার মন্ট্রিলের পত্তন হয়।

১৭৯৮ লর্ড ওয়েলেসলি গভর্ণর জেনারেল হয়ে কলকাতায় আসেন।

১৭৯৯ ফরাসি নাট্যকার পিয়ের বোমার্শের মৃত্যু।

১৮০৪ নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করা হয়।

১৮০৪ নেপোলিয়ন বোনাপার্ত সমগ্র ফরাসি সাম্রাজ্যের সম্রাট পদে অভিষিক্ত হন।

১৮৮৩ জার্মান স্থপতি ভালটার গ্রোপিউসএর জন্ম।

১৮৮৬ বাংলায় নবজাগরণের পুরোধা ও গদ্যলেখক অক্ষয়কুমার দত্তের মৃত্যু।

১৮৯৯ হেগ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ২৬টি স্বাধীন রাজ্যের প্রতিনিধি সর্বসম্মতিক্রমে ‘আন্তর্জাতিক সালিশি আদালতে’ বিবাদ মীমাংসায় সম্মত হন।

১৮২৬ কলকাতায় সেন্ট্রাল স্কুল ফর নেটিভ ফিমেল এডুকেশনএর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮৩১ জাপানি চিত্রশিল্পী কাওয়ানাবে কিওসাইএর জন্ম।

১৮৫০ পদার্থবিদ অলিভার হেভিসাইডএর জন্ম।

১৮৭২ নোবেলজয়ী (১৯৫০) ইংরেজ দার্শনিক ও গণিতজ্ঞ বার্ট্রান্ড রাসেলের জন্ম।

১৮৮৬ বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা অক্ষয়কুমার দত্তের মৃত্যু।

১৮৯১ জার্মান দার্শনিক রুডল্‌ফ্‌ কারনাপএর জন্ম।

১৮৯৭ মার্কিন লেখক ও চলচ্চিত্র পরিচালক ফ্র্যাংক কাপরার জন্ম।

১৯০১ রসায়নে নোবেলজয়ী (১৯৫৫) মার্কিন বিজ্ঞানী ভিনসেন্ট দ্যু ডিগনাউডএর জন্ম।

১৯০৩ ওলন্দাজ উদ্ভিদ বিজ্ঞানী ফ্রিট্‌জ্‌ ভেল্টএর জন্ম।

১৯০৯ ইংরেজ ঔপন্যাসিক জর্জ মেরেডিথএর মৃত্যু।

১৯০৯ স্পেনীয় সংগীতস্রষ্টা ইসাক আলনিরএর মৃত্যু।

১৯১১ অস্ট্রীয় সংগীতস্রষ্টা গুস্তাফ মালারএর মৃত্যু।

১৯২১ হাওয়ার্ড বারির নেতৃত্বে এভারেস্ট গিরিশৃঙ্গ সংক্রান্ত প্রথম তথ্যানুসন্ধান অভিযান শুরু হয়।

১৯২২ নোবেলজয়ী (১৯০৭) ফরাসি বিজ্ঞানী আল্‌ফঁস লাভ্‌রাঁর মৃত্যু।

১৯৩৪ চারণ কবি মুকুন্দ দাসের মৃত্যু।

১৯৪৩ বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষক স্যার নীলরতন সরকারের মৃত্যু।

১৯৪৫ ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৫৪ মানবিক অধিকারের ইউরোপীয় মনভেশন কার্যকর হয়।

১৯৭৩ হিব্রু কবি, সমালোচক ও অনুবাদক আব্রাহাম শ্‌লোন্‌স্কির মৃত্যু।

১৯৭৫ ব্রিটিশ কম্পিউটার পুরোধা ক্রিস্টোফার স্ট্র্যাচির মৃত্যু।

১৯৭৬ ভারতের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।

১৯৮০ চীন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা সম্পন্ন করে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে নজরদারি বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধমুকুন্দ দাস: বাংলার চারণ কবি