আজ শুক্রবার বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্র ‘ডিউন’ মুক্তি পাচ্ছে নগরীর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে। ১৯৬৫ সালে প্রকাশিত ফ্রাঙ্ক হার্বার্টের উপন্যাস ‘ডিউন’ অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ডেনিস ভিলেনিউভ। হাঙ্গেরি, নরওয়ে, জর্ডান ও আবু দাবিতে করা হয়েছে ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই চলচ্চিত্রের শুটিং। ডিউনে একের পর এক নতুন চরিত্র হাজির হয় দর্শকের সামনে। শ্বাসরুদ্ধকর ভিজুয়াল, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য আর এমন কিছু দানবীয় চরিত্র এখানে হাজির হয়, যেগুলোর দেখা আগে কখনো পাওয়া যায়নি। সেইসঙ্গে রয়েছে দর্শকের মনে দাগ কাটার মতো প্রেরণামূলক কথামালাও। ‘ডিউন’-এ চানি চরিত্রে জেনডায়া, লেডি জেসিকা চরিত্রে রেবেকা ফার্গুসনের, পল অ্যাট্রেইডস চরিত্রে টিমোথি শালামে, ড্যানকান আইডাহোর চরিত্রে জেসন মোমোয়া-সহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন।
ছবিতে টিমোথির নাম পল অ্যাট্রেইডেস। এমন কিছু ক্ষমতা ও আশীর্বাদ নিয়ে তিনি জন্ম নিয়েছেন যা তার নিজেরই অজানা। মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর গ্রহে তাকে সংগ্রাম করতে হবে তার পরিবার ও নিজের লোকদের রক্ষা করতে। এটাই এখন বিস্ময়ের সঙ্গে দেখার বিষয়, কীভাবে এ নায়ক মানুষের সর্বোচ্চ ক্ষমতা অর্জন করতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।