Home বৃহত্তর চট্টগ্রাম ওএমএসের চাল কিনতে বাড়ছে ভিড়

ওএমএসের চাল কিনতে বাড়ছে ভিড়

0
ওএমএসের চাল কিনতে বাড়ছে ভিড়

চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার খাদ্য অধিদপ্তরের মাধ্যমে খোলা বাজারে ওএমএসের চাল বিক্রি শুরু করেছে। ঈদের পর নগরীতে খোলা ট্রাকে এবং ডিলারদের মাধ্যমে নির্দিষ্ট দোকানে ন্যায্যমূল্যে চাল এবং আটা বিক্রি শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের ওএমএসের চাল কিনতে বাড়ছে ভিড়।

এবার প্রতিদিন প্রতিটি ট্রাকে দেয়া হচ্ছে ২৮ মেট্রিক টন চাল এবং দোকানে ডিলারদের দেয়া হচ্ছে ২১ মেট্রিক টন চাল ও ২১ মেট্রিক টন আটা। প্রতিদিন যাতে বেশি মানুষ চাল পায় সেজন্য জনপ্রতি বরাদ্দ তিন কেজি করা হয়েছে বলে জানা গেছে। প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ২৪ টাকায় পাচ্ছেন ক্রেতারা। একজন ক্রেতা ৩০ টাকা দামে ৩ কেজি চাল ও দোকান থেকে ২৪ টাকা দামে ৩ কেজি আটা নিতে পারছেন।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বলেন, এবার বেশি মানুষ যাতে চাল কিনতে পারেন সে কারণে জনপ্রতি বরাদ্দ তিন কেজি করা হয়েছে। আগে ৫ কেজি ছিল। আগে একটি ট্রাক থেকে ৫ কেজি করে ৪০০ জন ক্রেতা চাল কিনতে পারতেন। এখন ৩ কেজি করে ৬৬৭ জন ক্রেতা চাল কিনতে পারবেন। জানা গেছে, ঈদের আগে প্রায় ১৫ দিন বন্ধ ছিল খোলা বাজারে পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রম। ঈদের পর নগরীতে কার্যক্রম শুরু হলেও এখনো উপজেলা পর্যায়ে ওএমএস চালু হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের ওএমএসের প্রতি চাহিদা বেড়ে গেছে।