Home আজকের পত্রিকা প্রথম পাতা আর্থ-সামাজিক অগ্রগতি অব্যাহত থাকুক

আর্থ-সামাজিক অগ্রগতি অব্যাহত থাকুক

0
আর্থ-সামাজিক অগ্রগতি অব্যাহত থাকুক

নতুন বছরের প্রত্যাশা সম্পর্কে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেন, ইংরেজি নববর্ষে আমার প্রথম প্রত্যাশা হলো, বাংলাদেশ এবং বিশ্ব করোনা মুক্ত হোক, দ্বিতীয় প্রত্যাশা হলো, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তাঁর আদর্শ অনুসরণ করে তারই কন্যা দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে দ্রুত গতিতে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সর্ব সূচকে এগিয়ে যাচ্ছে একবিংশ শতাব্দির দ্বিতীয় দশকে তা আরও এগিয়ে যাক। আজকে বাংলাদেশ সব সূচকে যেভাবে এগিয়ে যাচ্ছে এই উদাহরণ খুবই বিরল। কেবলমাত্র দুই-একটি দেশ এই সূচকে বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে।
এই অর্থনৈতিক-সামাজিক অগ্রগতি অব্যাহত থাকুক এই আমার নববর্ষের কামনা। একই সাথে এই অগ্রগতিতে সাধারণ মানুষ-বঞ্চিত মানুষরা যেন অগ্রাধিকার পায়।
কারণ যে সংবিধান বঙ্গবন্ধু ১৯৭২ সালে আমাদের দিয়েছেন সেখানে লেখা আছে-প্রতিটি মানুষকে-মানুষের মর্যাদা দিতে হবে। এই করোনা মহামারীতে আমাদের দেশ দারিদ্র্য বিমোচন সূচকে যে বিরাট অগ্রগতি অর্জন করেছিল তা কিছুটা ধাক্কা খেয়েছে। এরপরেও বাংলাদেশের অবস্থান অনেক দেশের চেয়ে ভালো। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার উপরে। তারপরেও খেয়াল রাখতে হবে আজো দেশে ৩ কোটি থেকে সোয়া ৩ কোটি লোক দারিদ্র্য সীমার নিচে রয়েছে। এদের জীবন-মানের উন্নয়ন ঘটাতেই হবে। আমরা যেন দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের মতো অসাম্যকে এগিয়ে নিয়ে না যাই। আমাদের অগ্রগতি যেন অসাম্যের দোষে দুষ্ট না হয়। বঙ্গববন্ধু চেয়েছিলেন এদেশটিতে শোষিতের গণতন্ত্র – প্রত্যেক মানুষের জীবন যেন ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত, শিক্ষা ও সংস্কৃতি ঋদ্ধ হয়।
প্রতিটি শিশু জন্মের সময় যে বিশাল সম্ভাবনা নিয়ে জন্মায় তার পূর্ণতা দেয়ার অধিকার সে যেন পায় এই আমার নববর্ষের কামনা এবং প্রত্যাশা।