এই দিনে

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

১৬২৩ ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ ও বিজ্ঞানী ব্লেজ পাস্কালএর জন্ম।

১৭১৫ ফরাসি পদার্থবিদ ও রসায়নবিদ নিকোলাস লিমেরির মৃত্যু।

১৭৯০ ইংরেজ স্থপতি জন গিবসনএর জন্ম।

১৮১৯ ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মৃত্যু।

১৮২৯ লন্ডনে মেট্রোপলিটান পুলিশ সংস্থা গঠনের আইন পাস হয়।

১৮৬২ মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত করা হয়।

১৮৯৭ নোবেলজয়ী (১৯৫৬) ব্রিটিশ রসায়নবিদ সিরিল হিনশেলউডএর জন্ম।

১৯০২ ইংরেজ ঐতিহাসিক জন অ্যাকটনএর মৃত্যু।

১৯০৬ নোবেলজয়ী (১৯৪৫) জার্মানব্রিটিশ অণুজীববিজ্ঞানী স্যার আর্নেস্ট বোরিস চেইনএর জন্ম।

১৯০৭ শিক্ষাবিদ ও নারীশিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তের জন্ম।

১৯১০ নোবেলজয়ী (১৯৭৪) মার্কিন রসায়নবিদ পল জন ফ্লোরির জন্ম।

১৯১১ পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৯১৯ কবি অক্ষয়কুমার বড়ালএর মৃত্যু।

১৯২২ নোবেলজয়ী (১৯৭৫) দিনেমার পদার্থবিদ ওগে বোরএর জন্ম।

১৯৪৪ ফিলিপিন সাগরের যুদ্ধ শুরু হয়।

১৯৪৭ ঔপন্যাসিক সালমান রুশদির জন্ম।

১৯৫১ সামরিক জোট ন্যাটো (ূইকৃ) প্রতিষ্ঠিত হয়।

১৯৫৩ সাম্যবাদী ভাবাদর্শ প্রচারের কারণে ‘গুপ্তচর’ অপবাদ দিয়ে আমেরিকায় বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

১৯৬১ কুয়েত স্বাধীনতা লাভ করে।

১৯৮২ স্বাধীনতা সংগ্রামী নলিনী দাসের মৃত্যু।

১৯৮৬ বিশ বছর পর চীনসোভিয়েত সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষর।

১৯৯২ বাংলাদেশ গণতান্ত্রিক ফোরামএর আনুষ্ঠানিক ঘোষণা।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পনা বাস্তবায়নের জন্য চাই আন্তরিক প্রচেষ্টা
পরবর্তী নিবন্ধঅক্ষয়কুমার বড়াল : কবি