প্রথমেই চট্টগ্রামে চিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে অভিনন্দিত করতে হয় প্রথিতযশা সাহিত্যিক মাহবুব আলম চৌধুরীর নামে লাইব্রেরী নামকরণ করার জন্য । আমরা জানি চট্টগ্রাম বিভাগীয় পাবলিক লাইব্রেরীটি সংস্কারের প্রয়োজনে দীর্ঘদিন বন্ধ রয়েছে। বর্তমানে চট্টগ্রামের পাঠককূলের সবেধন নীলমনি এই লাইব্রেরী। লাইব্রেরীর সময়সূচী গ্রীষ্মকালে দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা এবং শীতকালে ১ টা থেকে ৬ টা পর্যন্ত চলে আসছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই, সম্প্রতি সেই সময়সীমাও কমিয়ে ২ টা থেকে ৬ টা পর্যন্ত করা হয়েছে। যেখানে ইয়াবা, আইসসহ মানবস্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর মাদকের ভয়াল থাবায় দেশের মানুষ শংকিত, যেখানে সাংস্কৃতিক কর্মকান্ড, ক্রীড়া প্রতিযোগিতা এবং পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে যুব সমাজকে এইসব অর্থনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখার মাধ্যমে আধুনিক, সংস্কৃতিমনা এবং বিজ্ঞানমনস্ক দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়ায় সংগত যেখানে পাঠাগারের জন্য পাঠ কক্ষের সময়সীমা সংকুচিত করা কতটুকু যৌক্তিক আমাদের বোধগম্য নয়। শীত এবং গ্রীষ্মকালের সময়সীমা দিনের ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত করা হলে ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পাঠাভ্যাসের মাধ্যমে নিজেদের পরিশীলিত মানুষ হিসেবে গড়ার সুযোগ সৃষ্টি হবে। রাষ্ট্রের কতটাকা কতদিকে তছরুপ হয়ে যায় সেই প্রসংগে লিখে চিঠির কলেরব বৃদ্ধি না করে শুধু এই প্রত্যাশাই করব, মাননীয় মেয়র মহোদয় লাইব্রেরীর সময়সীমা বৃদ্ধি করার মাধ্যমে পাঠককূলের পাঠকক্ষে অনেক দৈনিক পত্রিকা বিশেষ করে সমকাল, জনকন্ঠ, আজকের পত্রিকা, কালবেলাসহ অনেক পাঠক প্রিয় পত্রিকা পাঠ থেকে পাঠকরা বঞ্চিত হন।
শেখ মোজাফফ্্র আহমদ
চট্টগ্রাম।