সিরাজুল হক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

| বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নগর মহল্লা সর্দ্দার কমিটির প্রধান উপদেষ্টা, আনজুমানে মফিদুল ইসলামের সাবেক সভাপতি মরহুম সিরাজুল হক মিয়ার ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ হতে সকাল ১০টায় চৈতন্যগলি কবরস্থানে পুষ্পমাল্যদান, জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও মরহুমের গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য মরহুমের পুত্র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৬ ক্রিকেটে টানা তৃতীয় জয় চট্টগ্রামের