চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে গত ১৫ জানুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুল বশর ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক কাজী নজরুল ইসলাম ফরিদুল হক এবং মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরাও সভায় অংশগ্রহণ করেন। অধ্যক্ষ কলেজের বিভিন্ন সুযোগ সুবিধার কথা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সামনে তুলে ধরেন।
কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নীতকরণের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।