Home বৃহত্তর চট্টগ্রাম শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে

শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে

0
শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে

দেশে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে এবং প্রতিদিন ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, যা বছরে ৭ হাজার ৩০০ কোটি টাকার সমান। এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

গতকাল শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাশের দেশগুলোর ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে। আমাদের দেশে কোনো প্রকার মাদক তৈরি হয় না। তবে সীমান্ত এলাকা এবং সমুদ্রপথ দিয়ে পাশের দেশগুলো থেকে মাদক প্রবেশ করছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

মাদকসেবীদের ৮০ শতাংশই তরুণ ও শিক্ষার্থী উল্লেখ করে মহাপরিচালক বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের উচিত ছোটবড় সব পর্যায়ের মাদক কারবারিদের আইনের আওতায় আনা। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনএ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), রুনু মজুমদার, অধ্যক্ষ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, মো. শহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রেজওয়ান উস্‌ সালেহীন, মোহাম্মদ মোকাম্মেল হক খান, লায়ন এম এ মুছা বাবলু। এই আয়োজনের মাধ্যমে সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন করে একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।