
ক্রিকেট বিশ্বের কাছে লর্ডস একটি পবিত্র মঞ্চ। যে স্টেডিয়ামকে বলা হয় ক্রিকেটের মক্কা। যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ক্রীড়া জাদুঘর। খ্যাতির কারণে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে রেকর্ড গড়াও এক রোমাঞ্চকর অনুভূতি। প্রত্যেক ক্রিকেটারেই স্বপ্ন থাকে এই লর্ডসে খেলার। তবে লর্ডসের সেই রোমাঞ্চকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে খেলতে নেমে নতুন ইতিহাস গড়েছেন তিনি। সব সংস্করণ মিলিয়ে লর্ডসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে নিয়েছেন রুট। অর্থাৎ লর্ডসের নতুন রাজা এখন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। এই ঐতিহাসিক ভেন্যুতে ৩৩ ম্যাচে ২৫৩১ রান করেছেন রুট। আগের রেকর্ডধারী তারই স্বদেীশ ২৫১৩ রান করা গ্রাহাম গুচকে পেছনে ফেলে নতুন ইতিহাস লিখেছেন তিনি। গত বৃহস্পতিবার লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন রুট। টেস্টে এটি ছিল ডানহাতি ব্যাটারের ১০৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এই তালিকায় তিনি এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের সঙ্গে। সবার ওপরে আছেন শচিন টেন্ডুলকার, যার রয়েছে ১১৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। গতকাল অবশ্য নিজের ৩৭ তম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন রুট। যা তাকে স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) ও রাহুল দ্রাবিড়ের (ভারত) ওপর তুলে দিয়েছে। স্মিথ ও দ্রাবিড়ের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩৬। গতকাল তিন অংক স্পর্শ করে রুট টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন। এটি তার ৫৫তম আন্তর্জাতিক শতকও। যা হাশিম আমলার সঙ্গে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড।
এছাড়া ভারতের বিপক্ষেও রুট গড়েছেন আরেকটি বড় রেকর্ড। প্রথম ব্যাটার ভারতের বিপক্ষে টেস্টে ৩০০০ রান পূর্ণ করেছেন তিনি। দক্ষিণ এশিয়ার ক্রিকেট জায়ান্টদের বিপক্ষে ৩৩ টেস্টে তার রান এখন ৩০৫৪। এর মধ্যে রয়েছে ১০টি শতক। এর আগে অ্যাশেজের বাইরে অন্য যেকোনো দ্বিপাক্ষিক সিরিজে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র দুইজন। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স (৩২১৪ রান, ইংল্যান্ডের বিপক্ষে) ও ভারতের শচিন টেন্ডুলকার (৩৬৩০ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে)।