প্রথম দিনে ধ্বংস করা হল ২৫ কন্টেনার পণ্য

চট্টগ্রাম কাস্টমস

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘ সময় পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ, ব্যবহার অযোগ্য ও পচে যাওয়া ২২০ কন্টেনারের মধ্যে প্রথম দিনে ২৫ কন্টেনার পণ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এরমধ্যে ছিল-রসূন, ফলমূল, ক্যানোলা সিড, ফিস ফিড, মহিষের মাংস এবং মাছ। গতকাল বুধবার রাতে দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ শাখা) মো. মাহফুজ আলম।

নিলাম শাখা সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী গঠিত চট্টগ্রাম বন্দরের মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির গত ৪ জানুয়ারির অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ২২০ কন্টেনার নিলাম অযোগ্য পণ্য ধ্বংসের উদ্যোগ নেয় কাস্টমস কর্তৃপক্ষ। ২৬ লটের এসব কন্টেনারে বন্দরের ভেতরে রেফার্ডসহ ড্রাই কন্টেনার আছে ২২টি। বিভিন্ন অফডকে ড্রাই পণ্যের কন্টেনার আছে ১৯৮টি।

এসব কন্টেনারে ধ্বংসযোগ্য ও বায়োডিগ্রেডেবল (পচনশীল) রসূন, ফলমূল, ক্যানোলা সিড, ফিস ফিড, মহিষের মাংস এবং মাছ ইত্যাদি রয়েছে। বন্দর ব্যবহারকারীরা জানান, নিলাম অযোগ্য পণ্য বন্দরের জন্য একটি বিশাল সমস্যা। অনেক সময় আইনি জটিলতায় নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করতে পারে না কাস্টমস। ফলে বন্দর ইয়ার্ডে এসব কন্টেনারের জন্য জট লেগে যায়। নিলাম অযোগ্য পণ্য ধ্বংসের জন্য কাস্টমসে স্থায়ীভাবে একটা স্থান নির্ধারণ করা উচিত।

পূর্ববর্তী নিবন্ধ৫৪ দল মিলে ৫৪টি ঘোড়ার ডিম পাড়বে
পরবর্তী নিবন্ধ২৭ বছর পর রায়ে স্বামীর যাবজ্জীবন