
লর্ডস মানে ক্রিকেটারদের স্বপ্নের ভেন্যু। এই মাঠে ব্যাট হাতে সেঞ্চুরি বা বল হাতে ৫ উইকেট নিতে পারলেন লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠে সে ক্রিকেটারের। টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। বল হাতে দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ডানহাতি অভিজ্ঞ পেসার। টেস্টে এ নিয়ে ১৫ বারের মতো এক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন বুমরাহ। এতে লাল বলের ক্রিকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে ভারতের ষষ্ঠ বারের মত সর্বোচ্চ পাঁচ উইকেট কীর্তি গড়েছেন ৩১ বছর বয়সী পেসার। ১৫ বারের মধ্যে ১৩ বারই বুমরাহ ফাইফার পূর্ণ করেছেন বিদেশের মাটিতে।