Home আজকের পত্রিকা দ্বিতীয় পাতা আমবাগানে খুঁজে পাওয়া দুই বছরের শিশু পুলিশ হেফাজতে

আমবাগানে খুঁজে পাওয়া দুই বছরের শিশু পুলিশ হেফাজতে

0
আমবাগানে খুঁজে পাওয়া দুই বছরের শিশু পুলিশ হেফাজতে

খুলশী থানার আমবাগান এলাকা থেকে খুঁজে পাওয়া ২ বছরের নুসরাত এখন পুলিশের হেফাজতে রয়েছে। গত ১৫ এপ্রিল বেলা সাড়ে ১১টায় আমবাগান ক্যান্টিন গেট এলাকা থেকে মামুন নামে স্থানীয় এক বাসিন্দা কান্নারত অবস্থায় শিশুটিকে পেয়ে পুলিশকে জানান। শিশুটির কোনো পরিচয় না পাওয়ায় বর্তমানে সে ডবলমুরিংয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, গত ১৫ এপ্রিল মামুন নামে স্থানীয় এক বাসিন্দা খুলশীর আমবাগান ক্যান্টিন গেট এলাকায় শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান।

পরে আশপাশের সব জায়গায় খবর দেওয়ার পরও শিশুটির পরিবার সম্পর্কে কোনো তথ্য না পেয়ে মামুন শিশুটিকে খুলশী থানায় নিয়ে আসেন। এখন পর্যন্ত শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি।