Home আজকের পত্রিকা প্রথম পাতা অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন

অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন

0
অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামবাসী উদযাপন করেছে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামবাসী মেতেছে বিজয়ের আনন্দে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতির সূর্য সন্তানদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবার সারা দেশের মতো চট্টগ্রামেও উদযাপিত হয়েছে বিজয়ের সুবর্ণজয়ন্তী।
সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ চত্বরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে জেলা প্রশাসন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষের ঢল নামে। শহীদ মিনারে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসে মুক্তিযুদ্ধের চেতনার অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলেছেন তারা। সকালে শহীদ বেদীতে প্রথম শ্রদ্ধা জানান চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল ৮ টায় এমএ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন বিভাগীয় বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। এসময় পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউট, গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন তিনি। জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এদিকে সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্ত্বরে নগর ও জেলার ৫’শ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মো. আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্‌ফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) একেএম সরওয়ার কামাল ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন : মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্যারেড ময়দানে দিনব্যাপী বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু হাসান মুরাদ বিপ্লব, মো. জাবেদ, শৈবাল দাশ সুমন, গাজী শফিউল আজিম, মো. আতাউল্লাহ চৌধুরী, নুর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, ফেরদৌসী আকবর, রুমকী সেনগুপ্ত, হুরে আরা বেগম, শাহীন আক্তার রোজী, তছলিমা বেগম, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী প্রমুখ। সকাল ৮ টায় প্যারেড মাঠে চসিকের স্কুল-কলেজ ও কিন্ডার গার্টেন সমূহের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী সমাবেশ, সাড়ে ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াত, ৮.৫৫ মিনিটে প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ, ৯.৫০ মিনিটে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে প্রদর্শণ, ১০.৫৫ মিনিটে কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
মহানগর আওয়ামী লীগ : বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর পরিচালনায় বক্তব্য দেন, রাখেন নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, জহুর আহমেদ, দিদারুল আলম চৌধুরী, আবুল মনছুর, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, বেলাল আহমদ, মাহবুবুল হক সুমন, এ এস ইসলাম, আবুল হাশেম বাবুল, মোজাহেরুল ইসলাম চৌধুরী, ফয়জুল্লাহ বাহাদুর, ইকবাল হাসান, আবু তৈয়ব ছিদ্দিকী।
চট্টগ্রাম জেলা পরিষদ : বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের নেতৃত্বে পুস্পসস্তবক অর্পণ করেন জেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারী ও সদস্যগণ। এরপর জেলা পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সচিব মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, জাফর আহমেদ, আকতার উদ্দীন মাহমুদ পারভেজ, দিলোয়ারা ইউসুফ, অ্যাডভোকেট উম্মে হাবিবা প্রমুখ। সভায় বক্তব্য রাখেন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক ও সরওয়ার কামালসহ অংশগ্রহণকারী জেলা ও মহানগরের ১০০ বীর মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা উপহার প্রদান করা ও উত্তরীয় পরানো হয়। জেলা পরিষদের কর্মসূচির মধ্যে আরও ছিল এলইডি পর্দায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিজয় দিবসের সূচনা লগ্নে বিউগল বাজিয়ে বিজয় দিবসকে স্বাগত জানানো হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়। ১৬ ডিসেম্বর ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং দুপুর ১২টায় চবি কেন্দ্রিয় মন্দিরে গীতাপাঠ ও বীর শহীদদের আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। পুস্পস্তবক অর্পণ শেষে উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিজয়র‌্যালি এবং র‌্যালি শেষে চবি বঙ্গবন্ধু চত্বরে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। চবি জারুলতলায় অনুষ্ঠিত হয় মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভা। সভাপতিত্ব করেন চ.বি. উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
মহানগর মহিলা আওয়ামী লীগ : বিজয় দিবস উপলক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৯টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগ প্রমুখ।