Home ফিচার খোলা হাওয়া রাশেদ রউফ – এর অন্ত্যমিল

রাশেদ রউফ – এর অন্ত্যমিল

0
রাশেদ রউফ – এর অন্ত্যমিল

ঠিক রাখতে চেয়ার

দাম বাড়ছে সবজিমাছের,

দাম বাড়ছে চালের

দাম বাড়ছে হলুদপেঁয়াজ

নুন মরিচ আর ডালের।

দাম বাড়ছে হু হু করে

সকল রকম তেলের

বাসের ভাড়া বাড়ছে এবং

বাড়ছে ভাড়া রেলের।

বিদ্যুৎ বিল বাড়তে থাকে

খাজনা বাড়ে জমির

উদ্যোগ নেই কারো পক্ষে

এসব কমাকমির।

দাম বাড়ছে বাড়ুক তাতে

কে করে আর কেয়ার

আমরা আছি শ্রমে ঘামে

ঠিক রাখতে চেয়ার।