বায়েজিদ বোস্তামী থানার এক উপ-পরিদর্শকের ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ টাকাসহ মানিব্যাগ উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল, মো. রহমত ও মো. হাবিব। গতকাল বুধবার দুপুরে বায়েজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান আজাদীকে বলেন, পাঁচলাইশ থানাধীন হিলভিউ এলাকার ৯ নম্বর সড়কে বায়েজিদ থানার এক উপ-পরিদর্শকের মোবাইল ফোন ও মানিব্যাগ সম্প্রতি ছিনতাই হয়। এ বিষয়ে তিনি আমাদের থানায় মামলা করেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয় এবং মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।