ভাসানচরের পথে আরো দুই হাজার রোহিঙ্গা

উখিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

উখিয়ার অস্থায়ী ট্রানজিট পয়েন্ট থেকে চতুর্থ দফার প্রথম ব্যাচে অন্তত দুই হাজার রোহিঙ্গা গতকাল রোববার চট্টগ্রাম পৌঁছেছেন। তাদের আজ সোমবার সকালে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে নৌবাহিনীর তত্ত্বাবধানে সমুদ্রপথে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জানা যায়, রোববার বেলা ১২টা এবং দুপুর আড়াইটার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট পয়েন্ট থেকে চট্টগ্রামের পথে তাদের নিয়ে ৩৭টি বাস রওনা দেয়। সাথে তাদের মালামাল বহনকারী ১১টি কাভার্ডভ্যান, ২টি অ্যাম্বুলেন্সসহ একাধিক সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়ি রয়েছে। তার মধ্যে প্রায় ২ হাজার রোহিঙ্গা রয়েছেন বলে জানা গেছে।
এর আগে, শনিবার ও রোববার সকালে এসব রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। যারা গতকাল সকালে এবং দুপুরে বাসে করে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছেন।
স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের নাম নিবন্ধন চলছে। যাদের নিবন্ধন সম্পন্ন হচ্ছে তাদের মালপত্র কাভার্ডভ্যানে ও পরিবারের সদস্যদের বাসে ওঠানো হচ্ছে। প্রথম ধাপে সকালে ২১টি বাসে ও দুপুরে আরো ১৬টি বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে।
অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা জানান, চতুর্থ দফায় রোববার ৩৭টি বাস সকাল এবং দুপুরে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া ছেড়েছে। পরের দিন আরো ২ হাজারের মতো রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেবেন।
এর আগে, গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছান। সর্বশেষ গত ২৯ জানুয়ারি সকালে ১ হাজার ৭৭৮ রোহিঙ্গা নতুন করে ভাসানচরে পৌঁছান। এছাড়া অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গত মে মাসে ভাসানচরে নিয়ে যায় সরকার, তারাও সেখানে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ১৯ দিন পর করোনায় ১ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ