প্রথমবার মেয়ের সঙ্গে গানে কণ্ঠ দিলেন ন্যানসি

| শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

বাংলা গানের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। সংগীতের ভুবনে তারই পথ ধরে হাঁটছেন কন্যা রোদেলা। খবর বাংলানিউজের। ইতোমধ্যেই মেয়ের কণ্ঠে একাধিক গান শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। এবার মামেয়ে একসঙ্গে হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। শিরোনাম ‘কেন’। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।

গানটি স্যাডরোমান্টিক ধাঁচের। গানের ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন মামেয়ে। ন্যানসি বলেন, প্রথমে গানটি আমি একাই গাওয়ার কথা ভাবছিলাম। পরে মনে হলো রোদেলাকে যুক্ত করলে আরও ভালো হবে। তার কণ্ঠে কিছু অংশ গাইয়ে দেখলাম, ভালোই লাগলো।

প্রথমবার আমার সঙ্গে মেয়ের গানগর্বের এবং আবেগের বিষয়। রোদেলা বলেন, মায়ের সঙ্গে গান গাওয়া এক ধরনের দুঃসাহস! তার গায়কী, কণ্ঠের ইউনিকনেস সবারই জানা।

কিন্তু তার সাহস ও অনুপ্রেরণাতেই গানটি গেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধশিরোপার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধঅপু বিশ্বাসের জামিননামা দাখিল আত্মসমর্পণ