জাতিসংঘ ফাউন্ডেশন চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার পেলেন ড. ইউনূস

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৭ পূর্বাহ্ণ

জাতিসংঘ ফাউন্ডেশনের এ বছরের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কারে ভূষিত হলেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকনজো-ইওয়েইলা। গত ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।
পৃৃথিবীর সর্বত্র, সকলের জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে জাতিসংঘের লক্ষ্যসমূহ ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এই পুরস্কার দেয়া হলো মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অসামান্য নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ।
জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহামেদ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন এবং অনুষ্ঠানেই প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন যার মূল বিষয়বস্তু ছিল প্রফেসর ইউনূসের ‘তিন শূন্য’র পৃথিবী’ ও তা সৃষ্টির প্রচারাভিযান।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে স্বাশিপ চসিক ইউনিটের মতবিনিময়
পরবর্তী নিবন্ধআইনের শিক্ষার্থীরা মানবতা ও মানবাধিকার প্রতিষ্ঠারও ছাত্র