চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আজ বৃহস্পতিবার। আজ দুপুর দুইটায় একযোগে সারাদেশে ফলাফল প্রকাশ করা হবে। গত ১০ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এক হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ ৪০ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
ফলাফল প্রকাশের ব্যাপারে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী আজাদীকে জানান, বৃহস্পতিবার দুপুর দুইটায় একযোগে এসএসসির ফলাফল প্রকাশ করা হবে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডও দুপুর দুইটায় শিক্ষাবোর্ডের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে। এরপর অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে তাদের ফল সংগ্রহ করতে পারবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রধানগণও দুপুর দুইটার পর থেকে তার প্রতিষ্ঠানের EIINব্যবহার করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীগণ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোবাইল এসএমএস এর মাধ্যমে ১১ জুলাই (আগামীকাল) থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে।
জানা গেছে, ফল প্রকাশে এবার নতুন পদ্ধতি গ্রহণ করেছে শিক্ষা বোর্ডগুলো। আগে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষাবোর্ড থেকে আলাদাভাবে একযোগে ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করবে। আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২–তে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না। ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
ফল জানবেন যেভাবে: আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে ঝঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC Dha ১২৩৪৫৬ ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল। দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে ঞবপ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত–অনিয়মিত মিলিয়ে সারাদেশে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।