টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক টিটোয়েন্টির ইতিহাসে উইকেটশিকারি হিসেবে শীর্ষ পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। গত বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের সঙ্গে নাম লেখান টাইগার পেসার। এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। আর তাতে উইকেট নিয়েছেন ১৩৬টি। তার ওপরে যে চারজন বোলার রয়েছেন তারা হলেন যথাক্রমে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি, আফগান লেগ স্পিনার রশিদ খান, বাংলাদেশের সাবেক স্পিনার সাকিব আল হাসান এবং নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। শীর্ষ এ পাঁচজনের মধ্যে মোস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার। উইকেট শিকারের তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের টিম সাউদি পেসার হলেও তিনি ডানহাতি। সাউদির উইকেট সংখ্যা ১৬৪। যার জন্য তাকে খেলতে হয়েছে ১২৩ ইনিংস। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আফগান স্পিনার রশিদ খান ১৬১ উইকেট শিকার করেছেন ৯৬ ম্যাচ খেলে। সর্বোচ্চ উইকেট শিকারে তৃতীয় স্থানে থাকা সাকিব ১২৯ ইনিংসে ১৪৯ উইকেট শিকার করেছেন। আর ১৪৬ উইকেট নিতে আরেক নিউজিল্যান্ড স্পিনার ইশ শোধিকে খেলতে হয়েছে ১২৫ ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধস্ক্রু লাগানো থেকে রঙ করা সব কাজই করছে রোবট
পরবর্তী নিবন্ধভুটানে সাবিনা ও ঋতুপর্ণার ডাবল হ্যাটট্রিক