এক বছরে ১২ মামলার চার্জশিট

অভ্যুত্থান দমনে হত্যা-নিপীড়ন

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩টি এবং অন্যান্য ধারায় মামলা রয়েছে ৯টি। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

এতে বলা হয়, চার্জশিটকৃত ৩টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলাই শেরপুর জেলার। অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি, সিরাজগঞ্জ জেলার ২টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মামলা তদারক করছেন। দায়ের করা অন্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে বিক্রয়কর্মী নিহত, আহত ২
পরবর্তী নিবন্ধষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান