উত্তরাখণ্ডে গিরিসঙ্কটে বাস পড়ে নিহত ২৫

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বিয়ের অনুষ্ঠানের অতিথিদের বহনকারী একটি বাস পাহাড়ি গিরিসঙ্কটে পড়ে ২৫ জনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে পাউরি গারওয়াল জেলার বিরোখাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।
দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষের তথ্যের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, লালডাং থেকে বিরোখাল এলাকার একটি গ্রামে যাওয়ার পথে সিমরি বাঁকের কাছে বাসটি ৫০০ মিটার গভীর একটি গিরিসঙ্কটে পড়ে যায়।
দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারীদের চারটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাতের মধ্যেই তারা ২১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়, তাদের নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া
পরবর্তী নিবন্ধভূমিকম্পে কাঁপল ইরান আহত ৫ শতাধিক