এলো বর্ষাকাল। শুরু হলো রিমঝিম বৃষ্টিরধারা। চারদিকে আকাশে কালো মেঘ। জমে গেছে চায়ের আড্ডাখানা। আকাশের দিকে তাকিয়ে দেখি তার মন যেন হয়ে আছে শত দুঃখে ডাকা। একটু কান্না করলে হয়তো তার মনের সব দুঃখ কেটে যাবে। তাই অঝোরধারা বৃষ্টি পড়তেই থাকে। কিন্তু অনেকের বৃষ্টি বিলাস করলেও আরেক দিকে পথচারীদের খুব কষ্ট হচ্ছে। এই বৃষ্টিতে অনেকের আনন্দ হলেও আবার অনেকের মন করে হা হা কার। এই কেমন সৃষ্টি। বৃষ্টি তুমি পড়ো বটে অঝোরধারায় নয়। সবাই থাকুক হাসি খুশি এইটাই শুধু চাই। থৈ থৈ করছে দেখো চারিদিকে জল। অনেকেই জাল ফেলে মাছ ধরাতে মেতেছে মন। ছোট ছোট ছেলেমেয়ে জলে নেমে কাটছে সাঁতার। আহা কি সুন্দর দিন করছে পার। তা দেখে মন জুড়িয়ে গেলো আমার।