ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

গাম্বিয়ার শিশু মৃত্যুর কারণ হতে পারে, এই আশঙ্কা থেকেই ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দিল্লির মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি ওই সিরাপ যাতে অন্য কোনও দেশ ব্যবহার না করে, সেই বার্তাও দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।
সম্প্রতি কিডনি বিকল হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে গাম্বিয়ায়। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপই পাঁচ বছরের কম বয়সি ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ। ওই চার সিরাপ নিয়ে ইতোমধ্যেই একটি সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রস্তুতকারক সংস্থা এবং নিয়ামক সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্তও শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলির মধ্যে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে।
বুধবার একটি সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেন, এখনও পর্যন্ত গাম্বিয়াতে ওই চার সিরাপের অস্তিত্ব মিলেছে। তবে অন্য দেশও ওই সিরাপ ব্যবহার করে থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআর কোনও দিন ফুটবল দেখবেন না অ্যান্ডি
পরবর্তী নিবন্ধরুবী আক্তার