স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব আয়োজনের আহ্বান

মতবিনিময় সভায় অনিন্দ্য ব্যানার্জী

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন স্বাত্তিকতার সাথে উদ্‌যাপিত হয় সেদিকে সনাতনী সমাজকে দৃষ্টিপাত করতে হবে। চট্টগ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিপূর্ণ অসামপ্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজমান রয়েছে। তিনি বর্তমান কোভিড পরিস্থিতিতে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে দুর্গোৎসব আয়োজনের আহবান জানান। গতকাল মঙ্গলবার নগরীর খুলশীস্থ ভারতীয় দূতাবাস কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সহ-সভাপতি সুমন দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ দাশ অসিত, যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক বাবুল দাশ তনয়, মহিলা সম্পাদিকা রাধা রাণী দেবী ও সত্যজিৎ দাশ রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমইজ্জ্যার টেকে তিনটি পাসপোর্টসহ একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ২০২৫ সালের মধ্যে চা উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা