নির্বাচনে কারচুপি ঠেকাতে আগের রাতের বদলে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে গত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ ধরে তিনি বলেছেন, একটা প্ল্যান করে করা যায়, ব্যালট পেপার সকালে চলে যাবে। তাহলে রাতের (ভোট চুরির) বিষয়টা আর আসে না। রাতে কিন্তু এটা হয়। হয় মানে কি (সহাস্যে), আমরাই করেছি, কি বলব, হয়ই; এ রকম হয়। হয় না এটা ঠিক না। খবর বিডিনিউজের।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের শেষ দিনে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের সদস্যরা। দুই ঘণ্টার এই সংলাপে জাতীয় পার্টির ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব চুন্নু। আলোচনায় জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থীদের অনুমোদিত ব্যয়সীমা বাড়িয়ে ৫০ লাখ টাকা করার প্রস্তাব করা হয়। পাশাপাশি নির্বাচনী পদ্ধতিরও পরিবর্তন চেয়েছে দলটি।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অংশগ্রহণমূলক ভোট আয়োজনে ইসির সর্বাত্মক চেষ্টার কথা পুনর্ব্যক্ত করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান।
জাতীয় পার্টির মহাসচিব বর্তমান পদ্ধতির বদলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোটের প্রস্তাব তোলেন। ইভিএমের বিরোধিতা করে চুন্নু বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের ওপর জনগণের এখনও আস্থা আসেনি।