বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে চলতি রমজানে দ্বিতীয় বারের মত চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ ও চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিৎ কর, আমানত উল্ল্যাহ মাসুম, বিশ্বজিত মজুমদার, কেন্দ্রীয় সদস্য পারভেজ খান, মো. মানিক, এম এ হাসান খান, কফিল উদ্দিন। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীল, রসিদ, রুবেল, নজরুল প্রমুখ।