চট্টগ্রাম জেলা প্রাইমুভার ট্রেইলার ও ফ্ল্যাটবেড শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সল্টগোলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মৃত, পঙ্গু ও বয়স্ক শ্রমিক ও তাদের পরিবারের মাঝে নগদ অর্থসহ চেক বিতরণ করা হয়। সর্ব্বোচ্চ অংকের ১ লক্ষ টাকা এক মৃত অসহায় শ্রমিকের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। এদিন প্রায় ৩৪ জন অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মো. সেলিম খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। উদ্ধোধক ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল সভাপতি মৃনাল চৌধুরী। উপস্থিত ছিলেন মোহাম্মদ মুছা, গিয়াস উদ্দিন, অলি আহাম্মদ, আবু ছালেহ জুয়েল, রবিউল মাওলা৷ বক্তব্য রাখেন হুমায়ুন কবির, মো. তাজ আলমগীর, মো. আবুল খায়ের, কায়েস চৌধুরী, মজিবুল হক, হাসান ও ওমর ফারুক । প্রেস বিজ্ঞপ্তি।