বৃহত্তর চট্টগ্রামের ৬ পৌরসভায় গতকাল রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়। পটিয়া ও চন্দনাইশে ছিল নির্বাচনী উত্তাপ। শান্তিপূর্ণ ছিল সাতকানিয়া, মাটিরাঙা, বান্দরবান ও রাঙামাটি পৌরসভার ভোট। ছয়টি পৌরসভায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার মেয়র প্রার্থী। এর মধ্যে প্রার্থী সরে দাঁড়ানোয় সাতকানিয়ায় নৌকার মেয়র প্রার্থী বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইয়ুব বাবুল। তিনি ১৪ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। পটিয়া উপজেলা হলরুমে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান বেসরকারিভাবে তাকে মেয়র ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী নুরুল ইসলাম সওদাগর পেয়েছেন ১৪৯৪ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শামসুল আলম মাস্টার পেয়েছেন ১ হাজার ১১৭ ভোট। মোমবাতির প্রার্থী এম আলী হোছাইন পেয়েছেন ৮৫৬ ভোট। উল্লেখ্য, পটিয়া পৌরসভায় এবার ৯টি ওয়ার্ডে ১৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৭৮৭ জন।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মুহাম্মদ মাহাবুবুল আলম খোকা দ্বিতীয়বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল ভোট গণনা শেষে ইউএনও ও রিটার্নিং অফিসার ইমতিয়াজ হোসেন ফল ঘোষণা করেন। নির্বাচনে খোকা পেয়েছেন ১৫ হাজার ৯শ ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপি প্রার্থী এম আইনুল কবির ছাতা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯শ ১৬ ভোট। এছাড়া ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ফারুক বাহাদুর মোমবাতি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮শ ২৯ ভোট। বিএনপির প্রার্থী মো. মাহাবুবুল আলম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪শ ১৩ ভোট। সাতকানিয়া : সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়া পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল থেকে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
নির্বাচনে বিএনপির প্রার্থী মেয়র অ্যাডভোকেট এজেডএম মঈনুল হক চৌধুর খোকন তার প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে যাওয়ায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। ফলে গতকাল শুধুমাত্র সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হয়। তারপরও নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
সাতকানিয়ায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বন্দর থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান জানান, এবারের নির্বাচনে মেয়র পদে দুজন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।
মাটিরাঙা : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শামছুল হক। তিনি ৫ হাজার ৭শ ২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩ হাজার ৭শ ৫৮ ভোট এবং বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের শাহজালাল কাজল পেয়েছেন ৩ হাজার ৭শ ১০ ভোট।
গতকাল সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ। সকাল ৮টা থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
মাটিরাঙা পৌরসভা ৪ নং ওয়ার্ডে জাল ভোট চেষ্টার অভিযোগে ৪ জনকে জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ৩ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে ১ জন আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। নির্বাচনে ৭৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে বর্তমান মেয়র মো. ইসলাম বেবী মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল ভোট গণনার পর রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আওয়ামী লীগ প্রার্থী ইসলাম বেবী পেয়েছেন ৯ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মো. জাবেদ রেজা পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট, নারিকেল গাছ প্রতীকে মো. নাছির উদ্দিন পেয়েছেন ২ হাজার ১৪৭ ভোট, মোবাইল ফোন প্রতীকে বিধান লালা পেয়েছেন ৯৪৫ ভোট এবং লাঙল প্রতীকে মো. শাহজাহান পেয়েছেন ১৩২ ভোট।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী পুনরায় জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২২ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট।
সংশ্লিষ্টরা জানান, রাঙামাটিতে ৩টি সংরক্ষিত ওয়ার্ড ও ৯টি সাধারণ ওয়ার্ড। পৌরসভার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৩৩ হাজার ৭৩২; যা মোট ভোটের ৫৩ ভাগ।