নগরীর কোতোয়ালী থানাধীন নির্মাণাধীন ভবনের নবম তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে রঙ্গম কনভেনশন হলের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–নোয়াখালী চরজব্বর এলাকার চরকালাক গ্রামের ফিরোজ গোয়ালের ছেলে মোহাম্মদ হাসান (১৮), নোয়াখালীর সুবর্নচর গ্রামের সেলিমের ছেলে ফখরুল ইসলাম (২৬) ও চরজব্বর এলাকার চর নাঙ্গলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ রাশেদ (২৪)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ১১ তলাবিশিষ্ট রঙ্গম কনভেনশন হলের নবম তলায় তিন শ্রমিক কাজ করছিলেন। সেখান থেকে তারা নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দুইজনকে মৃত ঘোষণা করেন। এরমধ্যে অপর আহত মোহাম্মদ রাশেদকে ২৮ নং নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। বর্তমানে তাদের লাশ মর্গে রাখা হয়েছে।
পাশের ভবনে কর্মরত আকবর হাওলাদার নামের এক দারোয়ান বলেন, ওই তিন শ্রমিক নবম তলায় মাচার ওপর দাঁড়িয়ে দেয়ালে প্লাস্টার করছিলেন। এ সময় তাদের শরীরে কোনো ধরনের সরঞ্জাম বাঁধা ছিল না। এছাড়া বাঁশের ওই মাচাটি বাঁধা হয়েছিল প্রায় ছয় মাস আগে এমনটি শুনেছিলাম। হয়তো রোদ–বৃষ্টিতে সেটি নড়বড়ে হয়ে যায়। সেখান থেকে মাচা ভেঙ্গে তিনজন শ্রমিক পড়ে যায়। ওদের শরীরে রশিসহ নিরাপত্তা বেল্ট বাঁধা থাকলে এভাবে মারা যেত না। এদিকে নিহত স্বজনদের অভিযোগ, ভবনের মালিক কর্তৃপক্ষ দুর্ঘটনার পর পর তড়িঘড়ি করে সবকিছু পরিষ্কার করে ফেলে। মনে হয় কিছু হয়নি।