৫০ বছর পর কাল হচ্ছে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন

পুরো এলাকা ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে সভাপতি-সম্পাদক পদে অর্ধশতাধিক প্রার্থী

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

দীর্ঘ ৫০ বছর পর দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন আগামীকাল শনিবার পটিয়া আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্মেলনস্থ ও আশপাশের এলাকাজুড়ে রঙ বেরঙের ব্যানার ফেস্টুন ও দলীয় নেতাকর্মীদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে। পটিয়াসহ দক্ষিণের ৮ উপজেলায় যুবলীগ নেতাদের মধ্যে এ সম্মেলন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ বিষয়ে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী বলেন, ১৯৭৭ সালে তৎকালীণ দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মৌলভী সৈয়দকে হত্যার পর এবং আওয়ামী লীগের রাজনৈতিক বৈরী পরিবেশ থাকায় দক্ষিণে আনুষ্ঠানিকভাবে কোন সম্মেলন হয়নি। বিগত সময়ে জেলা কমিটি গঠিত হলেও, অনুষ্ঠানিকভাবে সম্মেলন করা সম্ভব হয়নি। বর্তমান জেলা কমিটির সভাপতি আ ম ম টিপু সুলতান ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী নেতৃত্বে গঠিত কমিটিও একইভাবে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। বিগত প্রায় ১১ বছর ধরে এ কমিটি ধারাবাহিকভাবে দক্ষিণ জেলার দায়িত্বে রয়েছে।

জানা যায়, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক পদের জন্য কেন্দ্রে বায়োডাটা জমা দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। এর মধ্যে সভাপতি পদ প্রার্থী হিসেবে বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রার্থ সারথী চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক, দিদারুল আলম, শফিউ আজম শেফু, আকতার হোসেন, এম এ রহিম, নাসির উদ্দীন মিন্টু, রাজু দাশ হীরু, মাঈনুদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোলাইমান, আবদুল হান্নান লিটন, নুরুল আমিন, সাইফুল ইসলাম, কাজী আলা উদ্দিন, ওসমান গনি, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মহি উদ্দিন মহি, মাহাবুবুল আলম সহ অনেকেই কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দিদারুল ইসলাম বলেন, সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ঝাঁকঝমকপূর্ণভাবে এ সম্মেলনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও প্রধান বক্তা হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের সফরে আজ চট্টগ্রাম আসছেন রেল সচিব
পরবর্তী নিবন্ধজামায়াত নেতা শামসুলসহ ৭০ জনের বিরুদ্ধে চার্জগঠন