হাজারী লেইনে মন্দির সংস্কারে আর্থিক অনুদান

| শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারী লেইন কৃষ্ণায়ন রাধাগোবিন্দ মন্দির উন্নয়নে ১ লাখ টাকা ও হাজারী লেইন দূর্গা মন্দির সংস্কার ও উন্নয়নে ৮০ হাজার টাকা অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা উপমন্ত্রীর পক্ষে গত ৩ ফেব্রুয়ারি অনুদান প্রদান করেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন রাধাগোবিন্দ মন্দিরের মহারাজ ভক্ত প্রভু, আশীষ চৌধুরী, রুনু চক্রবর্ত্তী, লিটন দাশ, তারেকুল হাবিব, উৎপল দাশ, বলরাম চক্রবর্তী, আনিস আহমেদ মনি, নিপু শর্ম্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅহিদুল আলম
পরবর্তী নিবন্ধহাসপাতাল ছেড়ে বাড়ি ফিরছেন মাহাথির