সড়ক দুর্ঘটনায় এলজিইডি সদর দপ্তরের বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প–৩ এর প্রকল্প পরিচালক আবুল মনজুর মো. সাদেক (৫২) গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার সীমান্তবর্তী আজিজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি প্রাডো গাড়ির সাথে বিপরীতমুখি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাডো গাড়ির চালকসহ ২ জন আহত হয়েছেন। স্থানীয় তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম শহরে প্রেরণ করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় আহত প্রাডো গাড়ি চালক আনোয়ার হোসেন জানান, স্যারকে নিয়ে কক্সবাজারে একটি প্রকল্পের কাজ দেখতে যাওয়ার পথে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার স্যার গুরুতর আহত হয়েছেন। তিনিও সামান্য আহত হয়েছেন বলে জানান।










