কক্সবাজারের সমুদ্রে নেমে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, গতকাল সোমবার বেলা আড়াইটায় কক্সবাজারের হিমছড়ি পয়েন্ট সৈকত সাগর থেকে লাশটি উদ্ধার হয়। খবর বিডিনিউজের।
মহিউদ্দিন বলেন, সোমবার দুপুরে সৈকতের হিমছড়ি পয়েন্ট সাগরের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা থানায় জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, সাইফুল রোববার দুপুরে কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্ট সাগরে ৬ জন বন্ধু মিলে গোসলে নামে। এ সময় সাগরে ভাটার সময় স্রোতের টানে সে ভেসে যায়।