বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের স্মরণে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের (সিএইচআরসি) উদ্যোগে গতকাল শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মাস্টার দা সূর্যসেনের আত্মদানের কথা স্মরণ করে বর্তমান প্রজন্মের কাছে তা তুলে ধরার আহ্বান জানান। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক জিতেন্দ্রলাল
বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, দেলোয়ার হোসেন মানিক, অমর কান্তি দত্ত, সোহেল তাজ, সৌমেন বড়ুয়া, নয়ন শীল, মৌলভী আবদুল খালেক, পারভেজ, আবুল কাশেম, তন্ময় চৌধুরী প্রমুখ। সভা শেষে জেমসেন হলস্থ মাস্টারদা সূর্যসেনের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









