সিপিডিএলের নান্দনিক চট্টগ্রাম মেয়র এওয়ার্ড লাভ

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

দেবপাহাড়, জামালখানসহ বন্দর নগরীতে সবুজায়ন সৃষ্টির মাধ্যমে ‘নান্দনিক চট্টগ্রাম মেয়র এওয়ার্ড’-এ সেরা বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে সিপিডিএল। গত ১৮ নভেম্বর রেডিসন ব্লু-তে সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সিপিডিএলকে উক্ত সম্মাননা ও পদক প্রদান করা হয়।

দেবপাহাড় এলাকাকে কেন্দ্র করে সিপিডিএল সূচনা করে ‘সবুজ ঐতিহ্যে অনন্য দেবপাহাড়’ কার্যক্রমের। এলাকাটিকে অনন্য করে গড়ে তুলতে সিপিডিএল সর্বপ্রথম অরক্ষিত ফটকবিহীন প্রবেশ পথের উন্নতি সাধন করে, স্থাপন করে সবুজে আচ্ছাদিত নিরাপত্তা প্রহরী সম্বলিত একটি সুরম্য প্রধান ফটক। সেই সাথে রাস্তার দুই ধারে পরিকল্পনা মাফিক সাড়ে পাঁচ হাজারের অধিক বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপন করা হয়েছে।

নান্দনিক চট্টগ্রাম মেয়র এওয়ার্ডে জুরী বোর্ডের বিচারকগণ সিপিডিএলের উল্লেখ্য কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, সিপিডিএলের কল্যাণে পুরো দেবপাহাড় এলাকা পরিবর্তন হয়ে গেছে।

সিপিডিএল কেবল ব্যবসায়িক গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে ভূমিকা রাখে সেটি তারা ইতোমধ্যে প্রমাণ করেছে। শুধু দেবপাহাড় নয়, ইতোপূর্বে সিপিডিএল জামালখান সবুজায়ন, আন্দারকিল্লায় সবুজায়নসহ সমস্ত হস্তান্তরিত প্রকল্পেই সুপরিকল্পিত ছাদবাগান সৃজন এবং যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম প্রকল্প বাস্তবায়নে অনুকরণীয় অবদান রেখে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় মেয়ের বিয়েতে প্রয়াসের আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধমাঠের অনুশীলনে নেমে পড়েছে বাংলা টাইগার্স