রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ৮নং পাড়া গ্রামের সুরেশ কান্তি চাকমা (২৮) বিষ পানে আত্মহত্যা করেছে।গত সোমবার বিকেলে নিজ বাসায় বিষ পান করে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় যুবক কালি মোহন ত্রিপুরা জানান, পারিবারিক কলহের জেরে সে বিষ পান করেছে, শুনেছি তার স্ত্রী পরকীয়ায় আসক্ত। সাজেক থানার ওসি নুরুল হক বলেন, ঘটনা স্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।