সমাজের বিত্তবানদের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো

দি স্টার্ক ক্লাবের কম্বল বিতরণে বক্তারা

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

এসএসসি’০৬ ও এইচএসসি’০৮ ব্যাচের সংগঠন দি স্টার্ক ক্লাবের কম্বল বিতরণ ও করোনাকালে বিশেষ অবদান রাখায় পতেঙ্গা অক্সিজেন সাপোর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ওয়াহিদ হাসানকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার স্টিলমিল বাজারের একটি ক্লাবে অনুষ্ঠিত হয়। মডারেটর আকবর হোসেন শিমুলের সভাপতিত্বে ও শাহ আজিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। স্বাগত বক্তব্য দেন, সুমিত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ। প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথি ছিলেন ওয়াহিদ হাসান। বক্তব্য দেন, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেক, সমাজসেবক শাহাদাত হাসান। উপস্থিত ছিলেন ২০০৬ ও ০৮ ব্যাচের সাঈদ রানা, শওকত রানা, নজরুল ইসলাম মিন্টু, মো. নাছির উদ্দিন, মো. নাজিম, মেহরাজ তৌসিফ, খেজুরতলা যুব উন্নয়ন পরিষদের আহ্বায়ক মারুফ উদ্দিন, আকবর জুয়েল, হিউম্যান এইড পতেঙ্গার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন অনিক, সাইফুল সোহাস, সোহেল সালাউদ্দিন, আল আমিন কবির, সামির চৌধুরী, আকতার হোসেন, অপু মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শীতের আগমন যেমন আমাদের প্রকৃতিতে নতুনত্বের আবহ জানান দেয়, ঠিক তেমনি অসহায় মানুষদের জন্য শীতের তীব্রতা দুঃসহনীয় হয়ে আসে। একটি শীতবস্ত্রের অভাবে গরীব অসহায় মানুষরা দুঃসহ কষ্টে দিন কাটান। সেই সব মানুষগুলোর কথা ভেবে দি স্টার্ক ক্লাব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছেন। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ইবাদত উল্লেখ করে তিনি সমাজের বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদম্ভের খেসারত
পরবর্তী নিবন্ধসার্কিট হাউসে বসে মন্ত্রী-এমপিরা কেন্দ্র দখলের পাঁয়তারা চালাচ্ছে