নাজিরহাট স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন অঙিজেন রেলক্রসিং সংলগ্ন এলাকায় এলে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে এই রুটে ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয় ঘটে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম নগর থেকে নতুন ইঞ্জিন এসে বিকল হওয়া ইঞ্জিনের ট্রেনটিকে নিয়ে যায়। স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
ওই ট্রেনে থাকা এক যাত্রী জানান, ইঞ্জিন বিকল হওয়ার পর তিনি এক ঘণ্টা অপেক্ষা করেছিলেন। এরপর বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছান।
এদিকে বিকালে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে জ্বালানি বহনকারী তেলের ট্যাংকার চৌধুরীহাট স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয়। ফলে বিকালে চট্টগ্রাম রেলস্টেশন থেকে নাজিরহাট অভিমুখী একটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। তবে সন্ধ্যায় লাইনচ্যুত তেলের ট্যাংকটি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম সেনা নিবাস স্টেশনের স্টেশন মাস্টার মো. আবু হানিফ হাটহাজারী পিকিং পাওয়ার প্যান্টের জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকার লাইনচ্যুতির কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাইনচ্যুত ট্যাংকার ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এটি গন্তব্যে পৌঁছে গেছে। রেললাইন সংস্কারের কাজ চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই মেরামত কাজ শেষ হবে। স্বাভাবিক হবে রেল চলাচল।












