বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত বলেছেন, ধর্মানুশীলনের মাধ্যমে মানুষ পরিশীলিত হয়। ধর্মের মর্মবাণী হলো মানবতার সেবা করা। যুগে যুগে মহাপুরুষেরা আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য। লোকনাথ তাঁর জীবদ্দশায় মানবতার জয়গান গেয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি কর্ণফুলীর লোকনাথ গীতা স্কুলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। প্রদীপ কুমার শীলের সভাপতিত্বে এবং শিক্ষক রূপক শীলের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার শাহিনা সুলতানা। প্রধান বক্তা ছিলেন, অধ্যাপক শিপুল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন মাস্টার অজিত কুমার শীল, মৃণাল কান্তি দাশ, কল্লোল সেন, রূপন মহাজন, শিমুল দাশ, রূপেন চৌধুরী, দেবরাজ রতন, শিক্ষক কৃষ্ণ কান্ত নাথ, লক্ষ্মীন্দর শীল, উজ্জ্বল শীল বাসু।
বক্তব্য দেন, রাজীব শীল। শুভেচ্ছা বক্তব্য দেন, সত্যরাম শীল, টিপন শীল, নির্মল শীল, সুকুমার শীল, ছোটন শীল। আলোচনা সভার পূর্বে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে দুইশ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












