লামায় সড়ক দুর্ঘটনায় আহত রোকেয়া বেগম (৬৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে মারা গেছেন। রোকেয়া বেগম লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল অদুদের স্ত্রী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লামা–ফাসিয়াখালী সড়কের মিরিঞ্জা এলাকায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৪০ যাত্রী আহত হয়। এ সময় তিনিও গুরুতর আহত হন।
আহত রোকেয়া বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ছেলে মো. শফিকুল ইসলাম ইমন জানান, বাস দুর্ঘটনায় আহতদের মধ্যে তার মা রোকেয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তিনি মারা যান।
লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বাস দুর্ঘটনায় আহত রোকেয়া বেগম মারা যাওয়ার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে অফিসিয়ালি এখনো কোনো ডকুমেন্ট পাইনি। চট্টগ্রামের পাঁচলাইশ থানা থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।