রোটারি ক্লাব অব চিটাগাং সাউথ তাদের গৌরবময় পথচলায় ঐতিহাসিক এক অনন্য মাইলফলক অর্জন করেছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর এক অভিজাত হোটেলে ক্লাবটির ১০০০তম নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম সভাপতি রোটারিয়ান অতীত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাব সভাপতি রোটারিয়ান আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডীন ও রোটারি আন্তর্জাতিক জেলা–৩২৮২ এর সাবেক জেলা গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, ক্লাবের পিপি ও প্রতিষ্ঠাকালীন সদস্য রোটারিয়ান মেজর (অবঃ) মোহাম্মদ মোস্তফা, পিপি রোটারিয়ান ফজলে আজিম, পিপি রোটারিয়ান ফরহাদ হোসাইন, পিপি রোটারিয়ান শাহাবুদ্দিন আহমেদ, পিপি রোটারিয়ান নাজমুল হোসাইন, পিপি রোটারিয়ান রহিমুল কামাল, পিপি রোটারিয়ান মোহাম্মদ জাকারিয়া, রানা চৌধুরী সহ অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ, অতিথি রোটারিয়ান, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সাউথের পিপি রোটার্যাক্টর আব্দুল্লাহ আল কায়সার, অন্যান্য রোটার্যাক্টরগণ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “রোটারি ক্লাব অব চিটাগাং সাউথ গত দুই দশকের বেশি সময় ধরে মানবসেবায় কাজ করছে। তারা ভবিষ্যতেও সমাজের কল্যাণে তাদের সেবা কার্যক্রম আরও বিস্তৃত করবে।” এই আশাবাদ ব্যক্ত করেন, অনুপ্রেরণামূলক বক্তব্য, কার্যক্রমভিত্তিক উপস্থাপনায় আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। প্রেস বিজ্ঞপ্তি।









