মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী লাখভি আবারও গ্রেফতার

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষ নেতা জাকিউর রহমান লাখভিকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে গতকাল শনিবার পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাকে গ্রেফতার করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
লাখভিকে পাকিস্তানের কোন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে সেই তথ্য সিটিডি প্রকাশ করেনি। ২০০৮ এর ৭ ডিসেম্বর পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরবাদে লাখভিকে প্রথম গ্রেফতার করা হয়। তাকে ভারতের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। ২০১৫ এর ১০ এপ্রিল তিনি জামিনে মুক্ত হন। সিটিডির বিবৃতে বলা হয়েছে, ‘সিটিডি পাঞ্জাব এক গোয়েন্দা-ভিত্তিক অপারেশনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতা জাকিউর রহমান লাখভিকে আটক করেছে।’ সিটিডি জানায়, একটি পুলিশ স্টেশনে লাখভির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি ও মীরসরাই একাডেমির জয়লাভ
পরবর্তী নিবন্ধআরেক আফগান সাংবাদিককে গুলি করে হত্যা